আন্তর্জাতিক ডেস্ক: ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত হয়েছে।
আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি বিমল কান্তি রয়ের সভাপতিত্বে গতকাল কুয়েত সিটির রাজধানী হোটেলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবদুর রহমান শাজাহান, যুগ্ম সম্পাদক মোঃ সামছুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর উদ্দীন, প্রচার সম্পাদক মোঃ নূরনবী ও সারোয়ার , যুবলীগ সভাপতি মনির হায়দার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো়ঃ দীদারুল ইসলাম প্রমূখ।
আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি বিমল কান্তি রয় বলেন, ১৫ আগস্টে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা আবার ৩ নভেম্বরের হত্যাকান্ডে জড়িত। ৩ নভেম্বরের হত্যাকারীদের গ্রেফতার করারও দাবি জানান এই আ.লীগ নেতা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগ কুয়েত শাখার সাধারণ সম্পাদক মোরশেদ আলম ভূঁইয়া।
(এমআই)
Leave a Reply