বিনোদন ডেস্ক: অনেকদিন ধরেই নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল অভিনেত্রী শবনম ফারিয়ার। শ্বাসসকষ্ট সমস্যার কারণে ভেবেছিলেন কার্ডিয়াক সমস্যা। এ কারণে গত অক্টোবর থেকে দেশে এবং দেশের বাইরে চিকিৎসা করিয়েছেন তিনি।
পরে সেই ভুল ধারণার অবসান ঘটে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন, তার কার্ডিয়াক সমস্যা নেই। কলকাতায় চিকিৎসক দেখানোর পর তার নাকে জটিলতা রয়েছে বলে জানতে পারেন।
সম্প্রতি তার নাকে অস্ত্রোপচার হয়। যার কারণে দিল্লিতে থাকতে হয়েছিল তাকে। সেখান থেকে রোববার বিকালে দেশে ফিরেছেন।
শবনম ফারিয়া বলেন, নাকের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন সম্পূর্ন সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।
তিনি বলেন, এক বছর ধরে লক্ষ্য করছিলাম নিশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সে হিসেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি গিয়ে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে। আমার নাকের একটা হাড় বাঁকা, যা ক্রমশ বাঁকছে। দীল্লিতে অপারেশন করে সেটি কেটে ফেলায় এখন সুস্থ বোধ করছি।
(এসআই)
Leave a Reply