ন্যাশনাল ডেস্ক : ১ হাজার ১০ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ (৮১৪)। শুক্রবার (১ ডিসেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। এর মধ্য দিয়ে ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনের প্রথম হুইসেল বাজল।
ট্রেনটি সকাল ৭টা ২০মিনিট নাগাদ কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। যাত্রাপথে ট্রেনটির মোট সময় লাগবে ৮ ঘণ্টা ৫০ মিনিট।
এসব তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির।
(এমঅইএস)
Leave a Reply