আল আমিন এম তাওহীদ : প্রতিবন্ধীসহ যেসব জনগোষ্ঠী পিছিয়ে রয়েছে তারাও যেন সমাজের সঙ্গে তাল মিলিয়ে একসাথে চলতে পারে সেসব বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজধানীর শিশু কল্যাণ পরিষদের ব্যারিস্টার আব্দুল গনি খান ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় সমাজকল্যাণ মন্ত্রী আরো বলেন, যে সমস্ত শারিরীক ও মানসিক প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা রয়েছেন। তারা যেন সক্ষম হয়ে চলতে পারেন সেজন্য বর্তমান সরকার তাদের পাশে রয়েছে। এসব মানুষ সমাজের সঙ্গে সমন্বয় সাধব করে চলতে পারে সে বিষয়ে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
দীপু মনি বলেন, সারাদেশের এসব মানুষের শিক্ষা, কর্মদক্ষতা বাড়ানো এবং প্রশিক্ষণসহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাস্তবে যাতে একটা মানবিক সমাজ গড়ে তোলায় যায় সেটি মুল লক্ষ্য। সমাজের যেকোনো ধরনের পিছিয়ে পড়া মানুষগুলোকে চলমান উন্নয়নের মুলধারায় নিয়ে আসতে পারি সেই বিষয়েও সরকার কাজ করে যাচ্ছে।
(এসএম)
Leave a Reply