অনলাইন ডেস্ক : ভার্জিনিয়া স্টেট ইউএসএ শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সভাপতি নির্বাচিত হয়েছেন জহির খান ও সাধারণ সম্পাদক পদে তোফায়েল আহমেদ নির্বাচিত হয়।
জানাযায়, সদস্যদের মতামতের ভিত্তিতে ৩ জন নির্বাচন কমিশন গঠন করে গেল ১৫ অক্টোবর ভার্জিনিয়া স্টেট ইউএসএ বিএনপি শাখায় পূর্ণাঙ্গ কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুটি প্যানেল অংশগ্রহণ করেন সবুজ ও লাল প্যানেল।
পূর্বের আহ্বায়ক কমিটির সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সবুজ প্যানেল পূর্ণাঙ্গ কমিটিতে জহির খান সভাপতি এবং তোফায়েল আহমেদ সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন।
এছাড়াও পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নিজাম আহমেদ, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মানিক ও সাংগঠনিক সম্পাদক জাকির আলম জসিম নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি জহির খান বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী দল বিএনপির সকল কর্মসূচি পালন করার পাশাপাশি যেসব নির্দেশনা আসবে তা এই কমিটি পালন করে যাবে। বেগম খালেদা জিয়ার মুক্তিসহ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।
এছাড়াও যেসকল সদস্যরা ভোট দিয়ে আমাকে সভাপতিসহ আমাদের প্যানেলকে ( সবুজ প্যানেল) নির্বাচিত করেছেন তাদের সুখ দুঃখ ভাগ করে সামনের দিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবো।
(এমএন)
Leave a Reply