শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নাজিমউদ্দীন রোডে অবস্থিত রাইট টক বাংলাদেশ এর অফিসের ফিতা কেটে উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. আউয়াল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ ও সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার জলি।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাইট টক বাংলাদেশ এর সহসভাপতি তানবীরুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক পার্থ সারথী সাধক, আরিফুল হক। কোষাধ্যক্ষ রাকিব হোসেন শাওন, দপ্তর সম্পাদক কামরুল হাসান মেহেদীসহ অনেকে।
এসময় কাউন্সিলর হাজী মো. আউয়াল হোসেন বলেন, রাইট টক বাংলাদেশ সবসময় মানবিক কাজ করার পাশাপাশি অসহায়দের দক্ষ করে গড়ে তুলবে। যেভাবে এই সংগঠন কাজ করে যাচ্ছে সেটি সবসময় এই ধারা অব্যাহত রাখবে।
সংগঠনের প্রতিষ্ঠা ও সভাপতি আল আমিন এম তাওহীদ বলেন, রাইট টক বাংলাদেশ দক্ষ নাগরিক গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। এই সংগঠনের সকল সদস্যরা মানবিক এবং স্বেচ্ছাসেবক। যেকোনো সময় এদেশের মানুষের সেবায় কাজ করে যাবে।
রাইট টক বাংলাদেশ আপন ঠিকানার মধ্যদিয়ে সমাজের সকল শ্রেণির মানুষের ভালোবাসা এবং বিশ্বাস যোগাতে কাজ করে যাবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে সোনার মানুষ গড়ে তুলতেও সবসময় অসহায়দের পাশে থেকে কাজ করে যাবে।
Leave a Reply