আল আমিন এম তাওহীদ : মাল্টিমিডিয়া প্রোডাকশন “পি-সিরিজ” ও তার কর্ণধার শেখ হাবিবুর রহমান (পলাশ) এর সঙ্গে পরিচালক দেবাশীষ বিশ্বাস ও জনপ্রিয় গজলশিল্পী মেসবাহ আহমেদের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিকালে রাজধানীর বনানী ফ্রেন্ডস কমিউনিটি ক্লাব লিমিটেডে এই দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানাযায়, বড় ধরনের ওয়েব সিরিজ, মিউজিক, টেলিফিল্মসহ বেশ কয়েকটি বিষয়ে চুক্তি হয়। এসব সিরিজ কোরবানির ঈদের পরেই রিলিজ পাবে। আর এটিতে মিউজিকের প্রধান ও পি-সিটিজের এডভাইজার হিসেব থাকবেন জনপ্রিয় গজলশিল্পী মেসবাহ আহমেদ।
গজলশিল্পী মেসবাহ আহমেদ বলেন, পি-সিরিজ এর মালিক শেখ হাবিবুর রহমান পলাশের সঙ্গে পরিচালক দেবাশীষ বিশ্বাস ও আমার সঙ্গে ওয়েব ও মিউজিকসহ বেশ কিছু বড় ধরনের সিরিজ নিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। আশা করি এসব কোরবানি ঈদের পরেই রিলিজ পাবে।
দেবাশীষ বিশ্বাস জানান, সবসময় দর্শকদের পছন্দের সিরিজগুলো করার চেষ্টা করি। আমাদের যা কিছু তৈরি হয় এসব দর্শকদের জন্যেই।
Leave a Reply