ডেস্ক রিপোর্ট : মেঘনা নদীর পাড়ে নৌকা ভিড়ে নেমেই পড়লাম পানিতে।আমার দেখাদেখি নিমাও নৌকা থেকে নেমে পানিতে।দূর থেকে নয় ওদের কাছে এসে,নৌকায় চড়ে তাদের নৌকার কাছে গিয়ে,আবার স্পীডবোড নিয়ে তাদের নৌকা তথা তাদের ঘরের দুয়ারে চলে এলাম আমরা
” মানতা ” কখনো এ নাম শুনিনি।লক্ষ্মীপুর জেলার সদরের মজু চৌধুরীর লঞ্চ ফেরী ঘাটে তিন চার বার গিয়েছি।সারিবদ্ধ থাকা নৌকা দেখেছি।মানে চোখে পড়েছে।ভেবেছি আশে পাশের মাছ ধরার নৌকা এগুলো।
সিত্রাং এর সময়ও গিয়েছি।দেখেছি নৌকা গুলো কিন্তু তখনও ভাবিনি এরা আলাদা একটা গোষ্ঠী একটা সম্প্রদায়।এদের আলাদা একটা জীবন চিত্র আছে।
শীতের প্রকোপ এবার বেশ দাপটেই ছড়িয়েছে চারপাশ।পুলিশ সপ্তাহের জন্য গত পহেলা জানুয়ারি ঢাকায় যাই।একটানা পোগ্রাম লেগেই আছে।একের পর এক।আর তার সাথে পোশাকেরও একটা নিয়ম থাকে।মাথায় একটা টেনশন বিরাজ করেই। রাতের অনেকটা অংশই থাকতে হয়।শীতের রাত তাই রাত দশটা মানেই বেশ রাত।বাসায় ফিরতে ফিরতেই ঢাকার নিত্যনৈমিত্তিক যানজটের কারনে স্বাভাবিকতা থাকেনা কোন কালেই। আর মফস্বল থেকে আসা আমার সময়ের হিসেবটা এলোমেলো হয় খানিকটা।
ছেলেমেয়ে আর সন্তানদের ঢাকায় একটু ঘুরাঘুরি করবো বলে বেশ আনন্দেই এসেছিলাম কিন্তু তারা বুঝতেই পারছে আমাকে পাওয়া কতটা কঠিন তাই ঘুরাঘুরি ঐ কাগজে কলমেই সীমাবদ্ধ হয়ে চুপচাপ থেকে যায়।
রাতে বাসায় এসে ঘুমানোর সময় মোবাইলের f টা চালু করে একটা টানাটানি করতেই চোখে পড়লো লক্ষ্মীপুরের একটা নিউজ।নিউজটা এমন,
— “শীতের প্রকোপে কাপছে মেঘনার পাড়ের মান্তা জনগোষ্ঠী,দেখার কেউ নেই”….
অনেকের সাক্ষাতকার।আর দেখলাম মজু চৌধুরীর ঘাটের সেই নৌকা গুলোর দৃশ্য।এই নৌকায় দাড়িয়েই অনেকেই তাদের কষ্টের কথা বলে যাচ্ছে।এবার ঢাকাতেই যে শীত পড়েছে তাতে বুঝলাম নৌকার ঐসব মানুষদের কি অবস্থা!
জানলাম এরাই মানতা জনগোষ্ঠী।এরা মুলত জেলে।এদের বাড়ি ঘর নেই।কোন ভূমি নেই।পানির উপর নৌকাতেই এদের জন্ম,এখানেই বেড়ে উঠা এখানেই সংসার জীবন জীবিকা।এক নৌকাতেই একেকটি পরিবার আর জীবন চিত্র।
বিছানায় শুয়ে শুয়ে দেখছিলাম।পাশে নিমা ছিলো।খুব খারাপ লাগছিলো ওদের জন্য।তখনই সিদ্ধান্ত নিলাম কিছু একটা করতে হবে।মনের ভেতর এক আকুলতা বিচ্ছুরিত হতে থাকলো।নিমার সাথে শেয়ার করতেই সে বললো,
— পুনাক থেকেই তো তুমি শীতবস্ত্র দিতে পারো….
নিমার উৎসাহ উদ্দীপনা আন্তরিকতা আর লক্ষ্মীপুর জেলা পুলিশের সকল সদস্যদের ঐকান্তিক ভালবাসায় আজ আমরা এই মানতা জনগোষ্ঠীর পাশে…
সবার পাশে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে
এভাবেই এমন ভালবাসা আন্তরিকতায় গড়ে উঠবে আমাদের সোনার বাংলা।
— স্মার্ট বাংলাদেশ, ফেসবুক থেকে সংগৃহীত লক্ষীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।
(এমএ)
Leave a Reply